সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর দুটি ঘর নগদ টাকা, স্বর্নালঙ্কার ও মালামাল সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে ১৫ লাখ টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ৫ নভেম্বর রোববার বিকেল সাড়ে চারটার দিকে সফরপুর গ্রামের আব্দুল জাব্বার মুহুরী বাড়ির মিজানুর রহমানের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিজানুর রহমান জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি বসতঘর, রান্নাঘর ঘরে থাকা নগদ ছয় লাখ টাকা ও দুই ভরি স্বর্নালঙ্কার মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিল আহমেদ বলেন, অগ্নিকান্ডের খবর পেতে দেরি হয়েছে এবং স্টেশন থেকে ওই বাড়িতে যেতে আধাঘন্টা সময় লাগার কারণে আমরা পৌঁছানোর আগেই ঘর দুটি মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়।
এফআর/অননিউজ