সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারবৃতরা হলেন- মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে রিয়াদুল ইসলাম রাজিব (৩৮), মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশ্বরৎ গ্রামের আহম্মদ উল্যাহর ছেলে মো.সুমন মিয়া(৩১), জোরারগঞ্জ পৌরসভার জামালপুর গ্রামের মৃত সিদ্দিক আহাম্মদের ছেলে নুরুন নবী (৩৫) এবং ফেনী শহরের বিরিঞ্চি গ্রামের মৃত ইলিয়াছের ছেলে মো. শরিফ প্রকাশ কানা শরিফ প্রকাশ কানা টিপু (৪২)। তাদেরকে কুমিল্লার নুরজাহান হোটেলের সামনে থেকে ও জোরারগঞ্জ থানার বারইয়ার হাট থেকে শনিবার রাতে এবং রোববার সকালে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৩ অক্টোবর মতিগঞ্জ ইউনিয়নের আবু জাফর নামে এক ব্যবসায়ীর একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। তিনি বাদী হয়ে মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিনটি চোরাই সিএনজি অটোরিকশার সন্ধান পান পুলিশ। গ্রেফতারকৃতরা চারটি সিএনজি অটোরিকশা চুরির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি হওয়া গাড়িগুলো খুব শীঘ্রই উদ্ধার করা হবে।
এফআর/অননিউজ