আজ সকাল ১০ঘটিকার সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালি শুরু হয়ে সোনাগাজী বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’ প্রতিপাদ্য নিয়ে সোনাগাজীতে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
বেলা ১১টার দিকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ডা. মোহাম্মদ নূর উল্যাহর সভপতিত্বে ও স্কাউটস কমিশনার বেল্লাল উদ্দিনের সঞ্চালনায় অফিসার্স ক্লাব মাঠে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত, উপজেলা প্রকৌশলী মো. মনির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হাজী মো. আবু সুফিয়ান প্রমুখ।
আয়েশা আক্তার/অননিউজ24