ফেনীর সোনাগাজীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক গৃহবধূর আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে আবুল হোসেন (৩৭) নামে এক যুবক কে গ্রেফতার করেছে সোনাগাজী থানা পুলিশ। বুধবার দুপুরে চরদরবেশ ইউনিয়নের কারামতিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় গৃহবধূর আপত্তিকর ভিডিও, ছবিসহ তার ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা হয়। সে চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের আরব আলীর ছেলে। পুলিশ, ভুক্তভোগি ও এলাকাবাসী জানায়, উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের আবুল হোসেন (৩৭) এক প্রবাসীর স্ত্রীর গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করে। ছবি ও ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দীর্ঘ দুই বছর ধরে গৃহবধুকে ব্ল্যাকমেইল করে আসছিল। ইতোপূর্বে গৃহবধু তাকে ২০ হাজার টাকা দেন। গত ৫ জানুয়ারি ওই গৃহবধু তার শ্বশুর বাড়ি গেলে আবারো সে এক লাখ টাকা চাঁদা দাবি করে। ৬ জানুয়ারি কারামতিয়া বাজারে এনিয়ে সালিশি বৈঠক বসলে গৃহবধূ, তার বোন ও তাদের দুই ভাতিজাকে আবুল হোসেন ও তার ১০-১২জন সহযোগি বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় ওই গৃহবধূ আবুল হোসেনসহ ১২জনকে আসামি করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজিদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বাকীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।