সোনাগাজীতে আম পাড়ার সময় ডাল ভেঙে চা দোকানির মৃত্যু

সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।

ফেনীর সোনাগাজীতে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে নীচে পড়ে মো. ইসমাঈল (৩৮) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে।

বুধবার ২২ মে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চরখোয়াজ-সুজাপুর তেমুহনী বাজার এলাকার সুজাপুর গ্রামের আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইসমাঈল তেমুহনী বাজারের ব্যবসায়ী এবং একই ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মোক্তার বাড়ির মো. মোস্তফার ছেলে।

মো. ইসমাঈলের ভাই নুর আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে সুজাপুর গ্রামের আজিজুল হকের আম পাড়তে গাছে ওঠেন ইসমাঈল। এসময় গাছের ডাল ভেঙে নীচে পড়ে মৃত্যুবরণ করেন ইসমাঈল। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার আরাফাত হোসেন বলেন, হাসপাতালে আসার আগেই মো. ইসমাঈল নামে লোকটির মৃত্যু হয়েছে।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ