সোনাগাজীতে আলোচিত দু’মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তারা হলো জিয়াউর রহমান জিয়া(৪২) ও আরিফুল ইসলাম ওরফে কান কাটা সোহেল(৪৫)। জিয়াকে উপজেলার উত্তর চরচান্দিয়া ( জমাদার বাড়ি) গ্রামের তার নিজ বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত ওহিদুর রহমানের ছেলে। এছাড়া আরিফুল ইসলাম ওরফে কান কাটা সোহেলকে উপজেলার ভাদাদিয়া ( চুনি মাঝি বাড়ি) গ্রামের তার বসত বাড়ি থেকে গ্রেফতার করা হয়।সে ওই গ্রামের মো. সাহাবুদ্দীনের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি মো বায়েজীদ আকন তাদেরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।