সোনাগাজীতে আ.লীগ নেত্রি মহিলা মেম্বারের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলায় আহত ৫

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আ.লীগ নেত্রি ও মহিলা মেম্বার আনোয়ারা বেগমের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর হামলায় পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ দশআনী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-শামীমা আক্তার, ওমর ফারুক, পারভীন আক্তার ও আনোয়ারা বেগম। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, ৬নং ওয়ার্ড আ.লীগ নেত্রি ও চরমজলিশপুর ইউনিয়নের মহিলা মেম্বার আনোয়ারা বেগম আ.লীগের ক্ষমতার দাপট দেখিয়ে প্রবাসী ওমর ফারুক গংদের মালিকীয় জমি দীর্ঘদিন যাবৎ জবর দখল করে রেখেছেন। শনিবার দুপুরে ওই জমি সংস্কার করতে যান প্রবাসী ওমর ফারুক। এসময় আ.লীগ আনোয়ারা বেগম, মো. এমদাদুল হক সুমন,,রসুন আহমদ সবুজ, আবু ইউসুফ, শহীদুল ইসলাম, কদরের নেছা ও আবদুর রহিম লক্ষণের নেতৃত্বে ১০-১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ফারুকের ওপর অতর্কিত হামলা করে। তার আত্মচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায প্রবাসী ওমর ফারুকের বৃদ্ধা মা আনোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ