ফেনীর সোনাগাজীতে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ১৪ চেয়ারম্যান প্রার্থী ও ৩৫০জন সদস্য প্রার্থী জামানত হারিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন চরমজলিশপুর ইউনিয়নে জাতীয় পার্টির এমএ তাহের, আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) জহিরুল হক রতন। বগাদানায় জাতীয় পার্টির মিজানুর রহমান, চরচান্দিয়ায় ইসলামী আন্দোলনের আবদুর রহমান, জাতীয় পার্টির বিদ্রোহী মফিজুল হক পাটোয়ারী, আ.লীগের বিদোহী (স্বতন্ত্র) দীন মোহাম্মদ ও আবু ইউছুপ, সোনাগাজী সদর ইউনিয়নে ইসলামী আন্দোলনের ফখরুদ্দিন, আবদুল মোমিন (স্বতন্ত্র), আমিরাবাদে আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) ফয়েজুল ইসলাম সেলিম, নবাবপুর ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) মুছা খান শাহজাহান, জাতীয় পার্টির শেখ মাসুদ, আ.লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) জামশেদ আলম ও গিয়াস উদ্দিন ভূঞা।
জামানত হারিয়েছে আরো ৩৫০জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডে সদস্য প্রার্থী। গত ২৬ডিসেম্বর সোনাগাজী উপজেলায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টিতে আ.লীগ ও একটিতে বিএনপির (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে জামানত বাজেয়াপ্তের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের জানিয়ে দেয়া হয়েছে।