প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও বৃক্ষ রোপণ কর্মসূচীর মধ্য দিয়ে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় সোনাগাজীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর উপজেলা সমন্বয়কারী মোঃ বায়জিদ হোসেনের সভাপতিত্ত্বে ও সদস্য আঞ্জুমান আরার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন
দি হাঙ্গার প্রজেক্ট এর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ রাসেল আহমেদ, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা কমিটির সমন্বয়কারী শেখ আবদুল হান্নান।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং কামিল মাদ্রাসা প্রাঙ্গনে দুটি ফল গাছের চারা রোপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর সদস্য মোর্শেদ আলম,জহিরুল ইসলাম জুলাস, জাহেদুল ইসলাম, রাকিব হোসেন রাজু,নুর উদ্দিন শুভ,নুর হোসেন, মেহের আফরোজ, মারজাহান, আঁখি আক্তার।