কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনীর সোনাগাজীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র উদ্যোগে শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে পৌর শহরের জিরোপয়েন্টে (শূন্য রেখায়) মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
পাঠ্যপুস্তকে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, বিতর্কিত মতবাদ বাদের দাবি এবং দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচী পালন করা হয়। বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে উপজেলা সভাপতি মুফতি আহসান উল্যাহর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঞা, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আবদুর রহমান ফরহাদ, সৌদি আরব মক্কা শাখার সেক্রেটারি মাও. আবদুর রহমান তামিম, ওমান কেন্দ্রীয় শাখার সহ-সভাপতি মাও. মীর আহম্মদ মীরু, উপজেলা সহ-সভাপতি হাফেজ মো. হিজবুল্লাহ, উপজেলা যুব আন্দোলনের সভাপতি ওসমান বিন জাফর ও ছাত্রআন্দোলন সভাপতি মো. ইব্রাহীম প্রমুখ।