ফেনীর সোনাগাজীতে পৃথক ঘটনায় এক দিনে পানিতে ডুবে দু'শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে ও চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুপুর দুইটার দিকে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের নূরুল আবসারের কন্যা পিংকি আক্তার (৫) পুকুরের পানিতে ডুবে মারা যায়। বিকালে তার মরদেহ উদ্ধার করে রাতে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। একই সময় সোনাপুর গ্রামের কাবিল ভূঞা বাড়ির শাহআলমের কন্যা বিবি মরিয়ম (৮) বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মারা যায়। বিকালে তার মরদেহ উদ্ধার করে রাতে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ