এ্যাম্বুল্যান্সের সাথে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত ২

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে এ্যাম্বুল্যান্সের সাথে মুখোমুখী সংঘর্ষে মো. লাবিব (১৮) নামে এক মোটরসাইকেল চালক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আবদুল্লাহ আল মামুন নাফিজ (১৮) ও মো. সজিব (১৮) নামে অপর দু’মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সোনাগাজী-ফেনী আঞ্চলিক মহাসড়কের মতিগঞ্জ কেরানী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত লাবি দাগনভূঞা উপজেলার হাসানগণিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

আহত আবুদল্লাহ আল মামুন নাফিজ একই গ্রামের আবদুল আলী এবং সজিব অলী আহমদের ছেলে। প্রত্যেক্ষদর্শীরা ও পুলিশ জানায়, দাগনভূঞা থেকে তিন মোটরসাইকেল আরোহী বন্ধু সোনাগাজী ঘুরতে এসে বাড়ি ফেরার পথে ফেনী থেকে সোনাগাজীগামী একটি এ্যাম্বুল্যান্স কেরানী বাড়ির সামনে এলে মুখোমুখী সংঘর্ষ হয়।

এসময় মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়। তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করলে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোনাগাজী মডেল থানার এসআই কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ