সোনাগাজীতে এ আর খান ও নুর জাহান বেগম ফাউণ্ডেশনের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

জাবেদ হোসাইন মামুন,সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

রোববার ফেনীর সোনাগাজীর কৃতি সন্তান শিল্পপতি মেজবাহ উদ্দিন কিসলু খানের অর্থায়নে এ আর খান ও নুরজাহান বেগম ফাউণ্ডেশনের উদ্যোগে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে সমাজ সেবক দাউদ খানের সভাপতিত্বে ও সাংবাদিক আমির হোসেন জনির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজবাহ উদ্দিন কিসলু খান সিআইপি। আরও বক্তব্য রাখেন সাংবাদিক মোরশেদ আলম প্রিন্স, মহসিন পাটোয়ারী এবং আকরাম চৌধুরী। সোনাগাজীতে শিক্ষিত ও বেকার যুবকদেরকে প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিণত করতে উক্ত ফাউণ্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ছাড়াইতকান্দি গ্রামের ঈদগাহ সংলগ্ন সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ দেয়া হবে।

পর্যায়ক্রমে মোবাইল মেকানিক সহ কারিগরি শিক্ষাকার্যক্রমের মাধ্যমে মানুষদের কর্মমুখী করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও সোনাগাজী সদর ইউনিয়নে একটি মাদরাসা ও গণ কবরাস্থানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ব্যক্তিগতভাবে প্রচার বিমুখ এ শিল্পপতি সোনাগাজীতে শিক্ষা বৃত্তি, আবাসন, বিনামূল্যে চিকিৎসা সেবা, সেলাই মেশিন বিতরণ সহ নানা জনহিতকর কার্যক্রম চালালেও এবার উপকূলীয় এজনপদের লোকদের প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিণত করতে এসব উদ্যোগ গ্রহণ করেছেন। তিন মাসের প্রশিক্ষণ কোর্সে ৩২০জন প্রশিক্ষার্থী প্রথম ধাপে অংশ নিতে পারবেন। এ কোর্সে ভর্তির জন্য ব্যাপক প্রচারের জন্য স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির উদ্যোক্তা শিল্পপতি মেজবাহ উদ্দিন কিসলু খান। ভর্তি কার্যক্রম শেষে আগামী পয়লা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু হওয়ার কথা রয়েছে।

আরো দেখুনঃ