সোনাগাজীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে কুমিল্লা বোর্ড, মাদরাসা শিক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, এইচএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় সেরা ফলাফল অর্জনকারী ৩৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফি উল্যাহর সভাপতিত্বে ও জেলা স্কাউটস লিডার বেল্লাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী সরকারি কলেজের প্রভাষক জহির উদ্দিন, বখতার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহআলম, সোনাগাজী কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, বখতার মুন্সি ফাজিল মাদরাসার অধ্যক্ত নুরুল আফসার ফারুকী, সোনাগাজী পৌরসভার সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদঢালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান ও বখতার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম। উক্ত শিক্ষার্থীর ২০২২, ২৩ সালের এসএসসি, এইচএসসি, দাখিল ও কারিগরি শিক্ষায় সোনাগাজী উপজেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করে। তাই তাদেরকে ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এর আগে এইচএসসিতে সেরা ফলাফল অর্জনকারীদের ব্যাংক একাউন্টে ২৫ হাজার ও এসএসসিতে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে নগদ ১০ হাজার টাকা করে সম্মানী প্রদান করা হয়েছে।

ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ