সোনাগাজীতে বুধবার বিকালে ফেনী জেলা কৃষক দলের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের বরো ধান বীজ বিতরণ করা হয়েছে। কোর্ট এলাকা সংলগ্নস্থানে উপজেলা কৃষক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসব বীজ বিতরণ করা হয়।
ফেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন চেয়ারম্যানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্মআহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা কৃষকদল নেতা শেখ আনোয়ার, নুর করিম ও পৌর কৃষক দলের সভাপতি আহমেদ করিম তোতা মিয়া।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কৃষক দল নেতা আবু সায়েদ রুবেল, কৃষক মো. হানিফ, হাজী মাওলা, শাহাব উদ্দিন মেম্বার দুলাল হোসেন, সৈয়দ নিজাম উদ্দিন ও আব্বাস উদ্দিন প্রমূখ। এসময় দুই শতাধিক কৃষকের মাঝে বরো ধান বীজ বিতরণ করা হয়।