সোনাগাজীতে কৃষক দলের সমাবেশ
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী, (ফেনী) প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে সোমবার বিকালে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি হোছাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠে এ কৃষক সমাবেশ করা হয়। সদর ইউনিয়ন কৃষকদল নেতা সাহাব উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও চরচান্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুদ্দিন খোকন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শেখ আনোয়ার, কৃষকদল নেতা নূর করিম, উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি নুর হাদী মিস্টার, মো. রফিক, দুলাল হোসেন, বিএনপি নেতা নূর নবী, মো. ডালিম ও যুবদল নেতা সুমন ফরায়েজী।