সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে মো. রিপন নামে এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের সায়েদুল হকের ছেলে। সোমবার রাত ১২টার দিকে উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) মো, ইউসুফ মিয়া এ আদেশ দেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সোনাপুর এলাকার রিপন সোমবার রাত দশটা থেকে ১২টা পর্যন্ত কৃষি জমির টপসয়েল কেটে বিক্রি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে আনসার সদস্যদের নিয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ মিয়া অভিযান চালিয়ে রিপনকে আটক করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।