ফেনীর সোনাগাজীতে কৃষি জমির টপসয়েল বিক্রির দায়ে আবু বক্কর ছিদ্দিক (৩৮) ও আবদুর রহমান সুমন (৩০) নামে দুই যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ছিদ্দিকের এক মাস এবং সুমনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ছিদ্দিক চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সুমন একই গ্রামের আবদুর রশিদের ছেলে।
মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দুইটি এস্কেভেটর বিকল করে দেওয়া হয়। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ছিদ্দিক ও সুমন পরস্পর যোগসাজশে পশ্চিম চরদরবেশ গ্রামে দুইটি এস্কেভেটর দিয়ে ফসলি জমির উপরিভাগের অ্যংশ খনন করে ইটভাটায় বিক্রি করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) মো, ইউসুফ মিয়ার নেতৃত্ব অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com