চার দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কেমিস্টস এণ্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি ডা. মো. নুরনবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লবের পরিচালনায় উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন সদস্য বিকাশ চন্দ্র শর্মা, বাসু দেব নাথ, অজিত চক্রবর্তী, মো. বাবুল মিয়া, পিন্টু লাল দেব নাথ ও মো. এনামুল হক প্রমূখ। দাবিগুলো হচ্ছে ওষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ওষধ দ্রুত সময়ের মধ্যে ফেরৎ দেওয়া এবং প্রতিস্থাপন করা, এছাড়া ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ওষধ কোম্পানি কর্তৃক ওষধ সরবরাহ বন্ধ রাখা।
মজ/অননিউজ২৪