সোনাগাজীতে খেলাফত মজলিসের ৮০০ মশারি বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।
বালাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে দেশব্যাপী মশারি বিতরণের অংশ হিসেবে ফেনীর সোনাগাজীতে শিক্ষার্থী, ইমাম, গরীব, অসহায়, এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে ৮০০ মশারি বিতরণ করা হয়েছে। শুক্র ও শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ প্রাঙনে মশারিগুলো বিতরণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. এনামুল হক মুসা। মশারি বিতরণকালে তিনি বলেন মশার ওষধ হচ্ছে মশারি। দেশব্যাপী ডেঙ্গুজ্বর ও মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামী দল খেলাফত মজলিস দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের কথা চিন্তা করে দেশব্যাপী মশারি বিতরণ কার্যক্রম শুরু করে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দিশেহারা দেশের মানুষদের কল্যাণের জন্য সামান্য সাহায্য নিয়ে হলেও বাংলাদেশ খেলাফত মজলিস সেবা দিতে পারায় সংগঠনটি ধন্য মনে করছে। প্রতিটি প্রাকৃতিক দূর্যোগ ও মহামারিতে সংগঠনটির নেতাকর্মীরা নিজেদের কষ্টার্জিত অর্থ ও শ্রম দিয়ে বিপন্ন মানুষদের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করে বলে ওই নেতা দাবি করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, মসজিদের ইমাম সহ বিভিন্ন শ্রেণি- পেশার লোকজন উপস্থিতত ছিলেন।

এসকেডি/অননিউজ

আরো দেখুনঃ