জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)
বিয়ের অনুষ্ঠানগুলোতে যখন আতশবাজির বিকট শব্দে আকাশ-বাতাস প্রকম্পিত থাকে, ডিজে পার্টি আর তরুণ-তরুণীদের নাচে গানে উত্তাল থাকে, ঠিক সেই পরিবেশের মধ্যেই একটি ব্যতিক্রমি বিয়ে ও গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন করল সোনাগাজীর মো. সাইফুল ইসলাম নামে এক যুবক। বিয়ে বাড়িতে ছিলনা কোন আতশবাজি আর ডিজে পার্টির অনুষ্ঠান। ছিল এক ঝাঁক কোরআনের হাফেজের সুমধুর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের দৃশ্য। কোরআন খতম আর বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয় গায়ে হলুদ অনুষ্ঠান। ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের বিজয় নগরের মো. ইব্রাহীম মানিকের ছেলে মো. সাইফুল ইসলাম।
তিনি সৌদি আরবের একটি কোম্পানীতে চাকরি করেন। বুধবার দুপুরে মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে সোনাগাজী পৌরসভার চরগণেশ গ্রামের লস্কর ব্যপারী বাড়ির চানমিয়ার কন্যা সানজিদা আক্তার শারমিনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের। মঙ্গলবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে খতমে কোরআন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ব্যতিক্রমি আয়োজনের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশংসায় ভাসতে থাকেন সাইফুল ইসলাম।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com