ফেনীর সোনাগাজীতে রোববার রাতে নাবিলা সুলতানা তিশা (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সে বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের আবু আহমদ মিয়ার বাড়ির সৌদি প্রবাসী নূরুল আলমের কন্যা। এক বছর পূর্বে ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আবদুল মান্নানের সঙ্গে তিশার বিয়ে হলেও অসুস্থতার কারণে সে বেশির ভাগ সময় পিতার বাড়িতে থাকত।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন যাবৎ শরীরে এলার্জি ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিশা। পিতার বাড়ির পুকুর পাড়ের একটি আম গাছ থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য তার মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তিশার মা রেহেনা আক্তার বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, পরিবারের দাবি শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক রহস্য জানা যাবে।
এফআর/অননিউজ