ফেনীর সোনাগাজীতে সবার চোখে ফাঁকি দিয়ে নাজমা আক্তার নামে এক গৃহবধূর স্বর্ন ও টাকা খুলে নিল তিন প্রতারক যুবক। সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টে শনিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত গৃহবধূ নাজমা আক্তার জানান, তিনি পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার জন্য জিরোপয়েন্টের মানিক মিয়া প্লাজার সামনে অপেক্ষা করেন।
এসময় অজ্ঞাতনামা তিনজন যুবক তাকে অনুসরণ করে তার পিছু নেয়। তাকে ভুলিয়ে কৌশলে সোনাগাজী সিনিয়র মাদরাসার সামনে নিয়ে তার গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্নের চেইন, নয় আনা ওজনের একজোড়া কানের দুল ও হাত ব্যগে থাকা নগদ সাত হাজার টাকা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য এক লাখ ৪৭ হাজার টাকা।
এ ঘটনায় গৃহবধূ নাজমা আক্তার বাদী হয়ে তিন অজ্ঞাতনামা যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার সেকেণ্ড অফিসার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এফআর/অননিউজ