ফেনীর সোনাগাজীতে গ্রাম উন্নয়ন ফাউণ্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের নিজস্ব কার্যালয়ের সামনে শুক্রবার সকালে শতাধিক মানুষের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি আনিছুল হক সোহাগের সভাপতিত্বে ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দিলিপ চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, যুক্তরাষ্ট্র প্রবাসী মিজানুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল হক, যুগ্মসাধারণ সম্পাদক এমদাদুল হক মিশুক, মেহেদী হাসান হৃদয়, সিনিয়র সহসভাপতি দিপক নাথ, নুর উদ্দিন সাদ্দাম, ক্রিড়া সম্পাদক একরামুল হক নিশাদ, সমাজ কল্যাণ সম্পাদক আশরাফুল আলম মারুফ, দপ্তর সম্পাদক জয় ভৌমিক ও কোষাধ্যক্ষ বিজয় ভৌমিক।