ফেনীর সোনাগাজীতে ঘোষিত উপজেলা ও পৌর আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছেন বিএনপির একাংশ। মঙ্গলাবার বিকালে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। ঘোষিত কমিটির সিনিয়র যুগ্মআহবায়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর অনুসারি বিএনপির একাংশ বিকালে পৌর শহরের জিরোপয়ন্টে পৌর বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশে পৌর বিএনপিন সদ্য সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলালের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদ্য সাবেক সিরিয়র সভাপতি ইমাম উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন দুলাল, জেলা সমবায় দলের সভাপতি হোসেন আহমদ, উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক মোশারফ হোসেন আলমগীর, বিএনপি নেতা আলমগীর হোসেন, নুরনবী মেম্বার ও ছাত্রদল নেতা সাব্বির রায়হান তারেক প্রমূখ। এসময় তারা চট্টগ্রাম বিভাগের দায়ীত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান ও ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালকে অবাঞ্চিত ঘোষণা করেন।
উল্লেখ্য ; রোববার ২২ডিসেম্বর জেলা সদস্য সচিব আলাল উদ্দিন আলালের স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদীন বাবলু, সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন সেন্টু এবং সদস্য সচিব করা হয়েছে সৈয়দ আলম ভূঞাকে। এছাড়া পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. এয়াছিন এবং সদস্য সচিব করা হয়েছে নিজাম উদ্দিনকে। ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, এ কমিটি ভুয়া। কে বা কারা এ কমিটি অনুমোদন দিয়েছেন আমি জানিনা। মঙ্গলবার বিকালে জেলা বিএনপির আহবায়ক সহ আরও চারজন যুগ্মআহবায়ক সোনাগাজী উপজেলা ও পৌর এবং দাগনভূঞা উপজেলা ও পৌর ঘোষিত চারটি কমিটি বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পত্র দিয়েছেন।