ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. হারুন (৫৫) নামে এক চা দোকানিকে কুপিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া লন্ডনী পাড়া গ্রামে মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় এ ঘটনা ঘটে। আহত হারুনকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রশিদ হাফেজ বাড়ির চা দোকানি মো. হারুনের সঙ্গে হোসেন মাঝি বাড়ির আরিফুল ইসলাম গংদের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে। মঙ্গলবার বিকালে হারুন তার মালিকীয় জমিতে মাটি খনন করার সময় প্রতিপক্ষ মৃত হোসেন মাঝির ছেলে আরিফুল ইসলাম, মো. আবদুল্লাহ, মো. রাশেদ, মো. শরীফ ও স্ত্রী বেগম দেশীয় অস্ত্র নিয়ে হারুনকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানও অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হারুনের স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
শান্ত/অননিউজ