ফেনীর সোনাগাজীতে ক্লুলেস একটি চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় রোবরোববার রাতে তারেক রহমান(৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে পশ্চিম চরচান্দিয়া গ্রামের কোরবান আলী মিয়ার ছেলে। তার কাছ থেকে একটি চুরি হওয়া মোটরসাইকেল ও একটি স্বর্নের দুল উদ্ধার করা হয়েছে। নগদ আড়াই লাখ টাকা, দশ ভরি স্বর্ন ও একটি মোটরসাইকেল চুরির মামলা দায়ের করলেও পুলিশে তদন্তে বেরিয়ে আসে একটি মোটরসাইকেল ও একটি স্বর্নের দুল চুরির ঘটনা। তবে বাদী পুলিশকে চাপে রাখতে নগদ টাকা ও স্বর্নের পরিমাণ বাড়িয়ে এজাহার দায়ের করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৭ আগস্ট চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের সওদাগর হাট সংলগ্ন জনৈক কুদ্দুসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এসময় একটি ১৬০ সিসির হরনেট মোটরসাইকেল ও একটি স্বর্নের দুল চুরি হয়। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃ আসামিকে ৫ দিনের রিমান্ডের আবেদন সহ সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
fi