ফেনীর সোনাগাজীতে চেতনানাশক স্প্রে ছিটিয়ে একটি পরিবারের সবাইকে অজ্ঞান করে স্বর্নালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৩মে) গভীর রাতে উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের আমজাদ ভূঁইয়া বাড়ির মো. হোসেন সওদাগরের ঘরে এঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, কৌশলে অজ্ঞাত দুর্বৃত্তরা মো. হোসেন সওদাগরের ঘরে ঢুকে চেতনা নাশক স্প্রে ছিটিয়ে পরিবারের ১০ সদস্যকে অচেতন করে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ন, নগদ ২০ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন লুটে নেয়। চেতনা নাশক স্প্রেতে অসুস্থ হয়ে পড়া ৭নারী, শিশু ও গৃহকর্তা মো. হোসেনকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের করা হয়নি।
শান্ত/অননিউজ