সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
চট্টগ্রামেে চুরি হওয়া মোটর সাইকেল ফেনীর সোনাগাজীতে বিক্রিকালে ৬ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে ফেনী-সোনাগাজী সড়কের লক্ষ্মীপুর গ্রামের উকিল বাড়ির দরজা নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল-মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল থানার সাইটুলা গ্রামের ইউছুপের ছেলে রাশেদুল হাসান আজাদ, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার চন্দিশকরা গ্রামের মনু মিয়ার ছেলে আবদুল কাদের জিলানী, একই উপজেলার নাটাপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে তৌহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলার সন্দ্বিপ উপজেলার ফরিশপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে আবুল কালাম আজাদ, নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাকেরপুর গ্রামের জহির হোসেনের ছেলে মো. ফরহাদ ইসলাম ও কুমিল্লা জেলার লাঙলকোট থানার কাদবা গ্রামের আবু তাহেরের ছেলে আবদুল হক।
পুলিশ জানায়, সংঘবদ্ধ ৬ মোটর সাইকেল চোর গত গত বৃহস্পতিবার চট্টগ্রামের বায়জিদ থানার বটতল এলাকার আবদুল গোফরান নামে এক ব্যবসায়ীর ১২৫ সিসির ডিসকভারী মোটর সাইকেল চুরি করে। গোপন সূত্রে জানতে পারে চোরের দল উকিল বাড়ির দরজায় জনৈক সুজনের চা দোকানের সামনে মোটরসাইকেলটি বিক্রি করতে একত্রিত হয়। পুলিশ অভিযান চালিয়ে সকাল দশটার দিকে মোটরসাইকেলটি সহ ৬ যুবককে হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় সোনাগাজী মডেল থানার এসআই মহাবুব আলম সরকার বাদী হয়ে উল্লেখিত ৬ যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-১৫, তাং-১৫-০৭-২০২৩খ্রিস্টাব্দ।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ