সোনাগাজীতে ছয় কিশোর গ্যাং সদস্য গ্রেফতার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে ছয় কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ আগস্ট রোববার সন্ধ্যা সাতটায় আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল,-মো. আসিফ, মো. সৈকত, মো. রাজু, মো.জাহেদ, মো. সাগর ও তৌহিদুল ইসলাম প্রকাশ শিপন। এ সময় আটককৃতদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার টিপ ছুরি, তিনটি ব্রেসলেট এবং একটি সানগ্লাস উদ্ধার করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন ঘটনার সত্যতা শিকার করে বলেন, গ্রেফতারকৃতদেরকে কিশোর অপরাধ দমন আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ই/অননিউজ ২৪