সোনাগাজী ( ফেনী ) ছাত্রদলের দু’গ্রুপের সংর্ষে আহত ৪০

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি ।।

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষে দু’পক্ষের প্রায় ৪০জন নেতকর্মী আহত হয়েছেন। আহতদেরকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় সোনাগাজী পৌরশহরে ঘন্টা ব্যাপী এ সংঘর্ষ চলে। পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ করে পরিস্থিতি শাস্ত করে। গত ২৮;অক্টোবর সোনাগাজী কলেজ ছাত্রদলের দুই নেতার ওপর হামলার ঘটনার জেরে মিছিল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ছাত্রদল নেতা মাসুদ, সাদ্দাম, জিসান, রফিক, জসিম, মাসুম, ওসমান গণি, সম্রাট, জিহাদ, মারুফ, শাহীন, রামিম, সবুজ, কাজল, সেলিম, শুভ, নুরনবী, মিশুক, রিমন, রিংকু, দাউদ, নুর আলম, এনায়েত উল্যাহ, রাসেদুল হাসান, নোমান, আজিজুল হক, কামরুল ইসলাম, ইউছুপ রবিন ও নুর আলম প্রমূখ। দু’পক্ষ পরস্পরকে দায়ী করে সংবাদ সম্মেলন করেছেন।

গত ২৮ অক্টোবর দুপুরে সোনাগাজী সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ ও রায়হানের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করেন। এ ঘটনায় ছাত্রদলে একাংশের নেতা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করেন। ছাত্রদল, যুবদল ও বিএনপির একাংশ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেন। রাতেই আহত ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা করেন।

মামলায় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস সহ ৭জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামি করা হয়। ছাত্রদল নেতা পিয়াসের বিরুদ্ধে মামলার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলস সোহাগের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি কাস্মিরবাজার সড়কের সামনে গেলে অপর উপজেলা ছাত্রদলের সিরিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম গ্রুগ্রুের নেতাকর্মীরা বাধা দেন। এসময় সংঘর্ষে শুরু হয়। রফিক গ্রুপের ছাত্রদল নেতা দাবি করেন মিছিল থেকে তাদের ওপর হামলা করেন।

অপরদিকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ দাবি করেন অতর্কিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলমের অনুসারিরা অতর্কিত হামলা করেন। এ ব্যাপারে উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা মুঠোফোনে বলেন,তিনি ব্যবসায়ীক কাজে ঢাকায় অবস্থান করছেন। তিনি হামলা সংঘর্ষের ব্যাপারে কিছু জানেননা। উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম বলেন, মিছিল থেকে তার গ্রুপের লোকদের ওপর অতর্কিত হামলা করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামান দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ