ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার রাতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
সোনাগাজী কলেজ ছাত্রদলের দু'নেতার ওপর হামলার ঘটনার জেরে পাল্টাপাল্টি কর্মসূচী ঘিরে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগ ও সিনির যুগ্মআহবায়ক রফিকুল ইমলাম গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৪০জন নেতাকর্মী আহত হন।
পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। পাল্টা-পাল্টি অভিযোগ তুলে দু'পক্ষ পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলনও করেন। উল্লেখ্য; গত ২৮ অক্টোবর কলেজ ছাত্রদল নেতা মেহেদি হাসান মিরাজ ও রায়হানের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করে। এ ঘটনায় সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইমলাম গ্রুপ অপর সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াসকে দায়ী করেন। মঙ্গলবার বিএনপি, ছাত্রদল ও যুবদলের একাংশের নেতারা প্রতিবাদ সমাবেশ করেন।
রাতে আহত মিরাজের মা খাদিজা বেগম বাদী হয়ে সিনিয়র যুগ্মআহবায়ক মেজবাহ উদ্দিন পিয়াস সহ সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামি করে মামলা করেন। এ মামলার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করলে পৌরশহরের কাস্মির বাজার সড়কের মাখায় দু'পক্ষের সংঘর্ষ বেঁধে যায়। ঘন্টাব্যপী সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শাস্ত করে।
আই/অননিউজ২৪।।