ফেনীর সোনাগাজীতে মঙ্গলবার ছাত্রদলের লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। সোনাগাজী কামিল মাদরাসা, সোনাগাজী সরকারি কলেজ ও বখতারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে এ কর্মসূচী পালন করা হয়। ছাত্রদল নেতাকর্মী ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং আগামীর কেমন বাংলাদেশ চাই ইত্যাদি বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা তুলে ধরেন। পরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এসময়
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মনজুর আলম রিয়াদ, যুগ্ম সাধারন সম্পাদক ইমরান আলী সরকার, রাধে শ্যাম রাজেশ, জেলা ছাত্রদলের সিনিয়অর সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সাধারন সম্পাদক মোরশেদ আলম মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইরফান আহমেদ ফাহিম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, জাহেদ আলম রুবেল, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজু, সাধারন সম্পাদক নুর আলম রিয়াদ, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রহমত উল্লাহ শাহীন, যুগ্ম আহবায়ক রকি ভূঞা, মেহেদী খান, বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাবলু ও মাদরাসা ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন হৃদয় প্রমূখ।
একে/অননিউজ24