ফেনীর সোনাগাজীতে শনিবার রাতে নুর আলম সাইফুল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫লিটার ছোলাইমদ সহ গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় মদ বহন কারী সিএনজি অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ। সোনাগাজী সদর ইউনিয়নের একরাম বেঁড়ি বাধের ওপর থেকে রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সে আমিরাবাদ ইউনিয়নের মৃত শামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সায়েদুর রহমান ও মো. ইব্রাহীমের নেতৃত্বে পুলিশ দল একরাম বেড়ি বাঁধের ওপর চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় নূর করিম নামে অপর মাদক ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালক এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও সাইফুলকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এসআই সায়েদুর রহমান বাদী হয়ে দু'মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ