ফেনীর সোনাগাজীতে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় মা ও ছেলে সহ দুইজন আহত হয়েছেন।
আহতরা হলেন মাজেদা খাতুন (৬৫) ও তার ছেলে নূর করিম (৪৮)। শনিবার (১৩ এপ্রাল) সন্ধ্যা সাতটায় উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের কাজিম উদ্দিন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, আহতদের পরিবার ও পুলিশ জানায়, নূর করিমের সঙ্গে একই বাড়ির আবুল বশরের দীর্ঘ দিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছে। শুক্রবার সকালে নূর করিম তার ধানি জমিতে পানি সেচ দিতে গেলে আবুল বশরের ছেলে আবু সাঈয়েদ ডালিমের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসী নূর করিমকে হত্যার হুমকি দেন। শনিবার সন্ধ্যা সাতটার দিকে নূর করিম স্থানীয় মোহাম্মদপুরের দোকানে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তার গতিরোধ করে। এসময় প্রতিপক্ষ আবু সাঈয়েদ ডালিম, তার মা আনোয়ারা বেগম, ভাড়াটে সন্ত্রাসী মো. সজিব, মো. তৌহিদ, মো. বাবু, মো. ইয়ামিন ও মো. কাওছার সহ অজ্ঞাত নামা আরও ২-৩ জন সশস্ত্র সন্ত্রাসী নূর করিমকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। তার আত্মচিৎকারে তার বৃদ্ধা মা মাজেদা খাতুন এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ব্যপারে বৃদ্ধা মাজেদা খাতুন বাদী হয়ে রোববার রাতে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল
থানার ওসি সুদ্বীপ রায় বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এফআর/অননিউজ