ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা একই পরিবারের পাঁচ নারী-পুরুষকে কুপিয়ে মারাত্মক জখম করেছে। ৩১জুলাই রোববার সকাল সাড়ে আটটার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের সফর আলী ভূঞা বাড়ির দরজায় মাহবুবুল হকের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, সফর আলী ভুঞা বাড়ির মাহবুবুল হকের সঙ্গে একই গ্রামের নূর ইসলামের ছেলে নাছির উদ্দিনের জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ফেনীর আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
সকাল সাড়ে আটটার দিকে মাহবুবুল হক তার মালিকীয় মুদি দোকান খুলে বসেন। পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জেরে নাছির উদ্দিন, তার স্ত্রী জেসমিন আক্তার, কন্যা পিংকি, নাসরিন, শারমিন, ভাড়াটে সন্ত্রাসী আবুল কাসেম, বাবুল মিয়া, মো. হোনা মিয়া সহ ১০-১৫জন সন্ত্রাসী মুদি দোকানি মাহবুবুল হককে দোকান থেকে টেনে হেঁছড়ে বেরর করে কুপিয়ে মারাত্মক জখম করে। তার চিৎকারে তার মেয়ের জামাই একরামুল হক তৌহিদ, স্ত্রী জান্নাতুল ফেরদৌস, কন্যা সুলতানা আক্তার ও বিবি আয়েশা এগিয়ে এলে তাদেরকেও সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে মারত্মক জখম করে।
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।