সোনাগাজীতে জমি ও ঘর পেলেন আরও ১২২ পরিবার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।।

আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ৫ম পর্যায়ের ২য় ধাপে সারাদেশের ন্যায় ফেনীর সোনাগাজীতে আরও ১২২টি পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর-জমি বুঝে পেয়েছেন। মঙ্গলবার (১১ জুন) বেলা সাড়ে এগারোটায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে এসব জমি ও ঘর হস্তান্তর করেন। সোনাগাজী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াতুল হক বিটু, সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাঈন উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান প্রমূখ। উল্লেখ্য; এ উপজেলায় এ পর্যন্ত ৬২২টি পরিবার জমি ও ঘর পেয়েছেন।

একে/অননিউজ২৪

আরো দেখুনঃ