সোনাগাজীতে জলাবদ্ধতা নিরসনে চাঁনগাজী খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে জলাবদ্ধতা নিরসনে চাঁনগাজী খাল সংস্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাজিয়া হোসেন। এসময় সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর ও পৌর কর্মকর্তা মোজাম্মেল হোসেন আবির প্রমূখ উপস্থিত ছিলেন। চলতি বর্ষা মৌসুমে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের উক্ত খালটি ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এলাকাবসীর দাবির প্রেক্ষিতে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এ কর্মসূচি গ্রহণ করেন।