ফেনীর সোনাগাজীতে "দুর্যোগের পূর্বাবাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি'' প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে একটি র্যালি নিয়ে সোনাগাজী পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সোনাগাজী মো. ছাবের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, অগ্নি নিবার্পণ ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল সাঈদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান, আইসিটি কর্মকর্তা মো. আবদুল্লাহ, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. নুর আলম ও সোনাগাজী আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক মো. ওমর ফারুক।