ফেনীর সোনাগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর সোনাগাজী কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার খায়রুল বাশারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ক্লাস্টার অফিসার নাসরিন সুলতানা, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, শেখ আবদুল হান্নান, আমজাদ হোসাইন, ওমর ফারুক, নূরুল আবছার ও প্রিয় লাল দলদাস প্রমূখ। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ৩০ জুলাই থেকে ৫আগস্ট পর্যন্ত আনন্দ শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শণী, পোনা অবমুক্তি করণ, আলোচনা সভা, মৎসজীবী মৎসখামারীদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় ও খাদ্য সহায়তা ইত্যাদি কর্মসূচী পালন করা হবে।