ফেনীর সোনাগাজীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্ত করণ, সফল মৎস্য চাষীদের সম্মাননা প্রদান ও সচেতনতা মূলক কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. ইউসুফ মিয়া, সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, সমাজসেবা অফিসার বনিয়াতুল আমিন বনি, যুব উন্নয়ন অফিসার অজয় চন্দ্র দাশ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মোস্তফা। বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মমিনুল হক ভূঞা, সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজীব ও উপজেলা এনসিপির যুগ্ন সমন্বয়ক মোশারফ হোসেন প্রমূখ। এসময় সফল মৎস্য চাষীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।