জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)।।
সোনাগাজীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর সোনাগাজী কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য অফিসার তূর্য সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা মেরিন ফিসারিজ অফিসার খাইরুল বাশার ও সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ক্লাস্টার অফিসার নাসরিন সুলতানা। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, প্রামাণ্যচিত্র প্রদর্শণী, পোনা অবমুক্তি করণ, আলোচনা সভা, সাংবাদিক মৎসজীবী মৎসখামারীদের সাথে পৃথক পৃথক ভাবে মতবিনিময় ও খাদ্য সহায়তা ইত্যাদি।