ফেনীর সোনাগাজীতে নানা আয়োজনে জাতীয় কন্যা দিবস পালন করা হয়েছে। উপজেলা মহিলা অধিদফতর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে "সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার" স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে দিবসটি পালন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের সভাপতিত্বে ও মহিলা অধিদফতরের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক আহমদ, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন, শেখ আবদুল হান্নান, উপজেলা তথ্য আপা শিউলি আক্তার এবং সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জামিল আহমেদ। বক্তব্য রাখেন তাসলিমা খাতুন ও মনোয়ারা বেগম।