বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মজীবী নারীদের মাঝে শুক্রবার সকালে উপজেলা কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর নবনির্বাচিত আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাবেক আমিরাবাদ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা ও সেক্রেটারি এ এস এম বদরুদ্দোজা। আরও বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য আমিরুল ইসলাম মাসুদ, চরচান্দিয়া ইউনিয়ন আমীর মো: মজিবুর রহমান ও চরচান্দিয়া ১নং ওয়ার্ড সভাপতি কামরুল ইসলাম প্রমূখ।
একে/অননিউজ24