সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি,

ফেনীর সোনাগাজীতে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সুস্থতায় ও নিহতদের মাগফিরাত কামনায় জামিউল ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৫ আগস্ট মঙ্গলবার মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সোনাগাজী উপজেলা সভাপতি মূফতি আহসান উল্যাহ কাসেমী।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। এসময় বক্তব্য রাখেন মাওলানা মূফতি নুরুল আমিন হক্ব, মাওলানা নেজাম উদ্দিন, মো. তানবীর হোসেন, অভিভাবক, আব্দুল জলিল, সিরাজুল ইসলাম ও আবুল কাসেম প্রমূখ । দোয়া পরিচালনা করেন মূফতি আহসান উল্যাহ কাসেমী।

ই/অননিউজ ২৪

আরো দেখুনঃ