ফেনীর সোনাগাজীতে শুক্রবার রাতে তিনটি চোরাই মোটরসাইকেল সহ আবদুল্লাহ আল মারুফ (২৪) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার উত্তর চরচান্দিয়া গ্রামের ভূঞা বাড়ির মো. মফিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, মারুফ, চরগণেশ গ্রামের মাসুম, বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামের ইকবাল হোসেন ও মান্দারী গ্রামের আরিফ সহ বগাদানা ইউনিয়নের বাদুরিয়া গ্রামের বটতলা মোড়ে তিনটি চোরাই মোটরসাইকেল বিক্রি করার জন্য জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে তিনজন পালিয়ে যায়। এসময় মরুফকে মোটরসাইকেল গুলোসহ গ্রেফতার করে। এ ঘটনায় এসআই মাহবুব আলম সরকার বাদী হয়ে চারজনের নামে মামলা দায়ের করেছেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।