ফেনীর সোনাগাজী মডেল থানার পুলিশ বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মেয়াদে তিন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান তিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের রেজাউল হকের ছেলে ১৫ দিনের সাজাপ্রাপ্ত আবু সুফিয়ান, একই গ্রামের শেখ মুজিবুর রহমানের ছেলে ১৫ দিনের সাজাপ্রাপ্ত মো.হৃদয় ও দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মৃত ছেলামত উল্লাহর ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত এনামুল হক মিন্টু কে চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী ও দক্ষিণ চরচান্দিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।