ফেনীর সোনাগাজীতে শুক্রবার সকালে তুরস্কের এনজিও সেফকাটালি ইনসালি ইয়ারদেম'র উদ্যোগে বন্যার্তদের মাঝে উপহার বিতরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চরচান্দিয়া ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংস্থার সমন্বয়ক রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সামছু উদ্দিন খোকন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আবুল কালাম, সোনাগাজী পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল, চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাহার উল্যাহ, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম, মো. রুবেল, উপজেলা যুবদলের সদস্য নুরুল হক গবি, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন প্রমূখ।