ফেনীর সোনাগাজীতে শাহ আলম ডেইরি ফার্ম থেকে বিভিন্ন প্রজাতির ২০টি লুন্ঠিত গরুর মধ্যে ১০টি গরু উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১৪ জানুয়ারি ভোরে সোনাগাজী মডেল থানার এসআই নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ দল চাঁদপুর জেলার কঁচুয়া উপজেলার শানন্ত করা এলাকার জনৈক লতিফের বাড়ি থেকে গরুগুলো ইদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ মণির ও সোহাগ নামে দুইজনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, গত ১ জানুয়ারি বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামের শাহ আলমের খামার থেকে বিভিন্ন প্রজাতির ১৬টি গরু খামারের তালা ভেঙে একটি পিকআপ, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা যোগে ১০-১৫জন মুখোশধারী দুর্বৃত্ত লুট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত খামার মালিক অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় তথ্য প্রযুক্তি ও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে গরুগুলো উদ্ধার করা হয়। খামার মালিক শাহ আলম নিজ গ্রামে খামার দিয়ে গরু লালন, পালন এবং ক্রয়-বিক্রয় করে আসছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটসার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com