জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী)।।
ফেনীর সোনাগাজীতে দাবিকৃত চাঁদা না পেয়ে সোমবার দুপুরে সিরাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে পিটিয়ে আহত করলেন ইউপি সদস্য। হামলাকারী ইউপি সদস্য মহি উদ্দিন সেলিম উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য এবং পালগিরি গ্রামের বাসিন্দা।
আহত কৃষক, তার পরিবার ও এলাকাবাসী জানায়, পালগিরি গ্রামের ব্যাপরী বাড়ির মো. মোস্তফার ছেলে কৃষক সিরাজুল ইসলাম গত কয়েকদিন পূর্বে তার বাড়িতে নতুন ঘর ও বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। ইউপি সদস্য সেলিম কৃষকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখেন। বেশ কয়েক দিন সীমানা প্রাচীরের কাজ বন্ধ রেখে সোমবার সকাল থেকে পাকা টিনের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেন। খবর পেয়ে দুপুর একটার দিকে কৃষকের বাড়িতে গিয়ে ইউপি সদস্য মহি উদ্দিন সেলিম কৃষকের ওপর হামলা করে। এসময় তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত কৃষকের স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে ইউপি সদস্য সেলিমের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।